আমুদরিয়া নিউজ: ইরানের ঘটনা। সে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ডাক্তারকে খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ড. দাউদিকে খুনের দায়ে এক ব্যক্তিকে ইয়াসুজ শহরে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা বলেছে, বিচার বিভাগ জানিয়েছে, আসামির মানসিক স্বাস্থ্য মূল্যায়নের পর আদালত মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। দেশটির সর্বোচ্চ আদালত সেই রায় বহাল রাখে।