আমুদরিয়া নিউজ: মাত্র ১৯ বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন দিব্যা দেশমুখ। হারালেন স্বদেশীয় কোনেরু হাম্পিকে। ভারতের থেকেই কেউ যে মহিলা দাবায় বিশ্বসেরার খেতাব পেতে চলেছেন তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। ফাইনালে দুই প্রতিযোগী ছিলেন ৩৯ বছরের অভিজ্ঞ গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি ও ১৯ বছরের তরুণী দিব্যা দেশমুখ। সোমবার ফিডে মহিলা বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারে ২.৫-১.৫ স্কোরে ভারতীয় সতীর্থ কোনেরু হাম্পিকে পরাজিত করেছেন দিব্যা। এর ফলে দাবায় প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত। এর আগে দু’টো ক্লাসিকাল গেম ড্র হওয়ার পর ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। ম্যাচ জিতে আবেগ সামলাতে পারেননি দিব্যা। চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল।