সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন বিভাগের উদ্যোগে ও জেলা উদ্যানপালন দপ্তরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কালচিনি ব্লকের কালচিনি বনছায়া বস্তির বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে বিতরন করা হলো বিভিন্ন ধরনের সবজি বীজ। জেলা উদ্যানপালন আধিকারিক জানান বনছায়া বস্তির বাসিন্দাদের শীতকালীন সবজি চাষে উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।
উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর অতিরিক্ত জেলাশাসক, জেলা উদ্যান পালন আধিকারিক, সহ কৃষি অধিকর্তা কালচিনি ব্লক সহ অন্যান্য আধিকারিকগন। এদিন বনছায়া বন বস্তির বাসিন্দাদের উন্নত প্রথায় শীতকালীন সবজি চাষ এর সার্বিক দিক সম্পর্কে অবহিত করা হয়।
 
					 
			 
		 
		 
		 
		