আমুদরিয়া নিউজ: সম্প্রতি অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বাড়িতে গুলি চলে। কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন পাটানি পরিবার। আতঙ্ক ছড়ায় বলিউডেও। ঘটনার দায় স্বীকার করে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার, রোহিত গোদারা। এর পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় অভিনেত্রীর বাবার। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, অপরাধীদের খুঁজে বের করে এনে শাস্তি দেওয়া হবে। ঘটনার পাঁচদিনের মাথায় এবার এনকাউন্টারে মৃত্যু ২ অভিযুক্তের। খবর, গাজিয়াবাদে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ-এর সঙ্গে গুলি বিনিময় হয় ওই দুই ব্যক্তির। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় রবিন্দ ওরফে কুলু এবং অরুণের। উভয়েই কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারার শাগরেদ।