আমুদরিয়া নিউজ: একেবারে ফিল্মি কায়দায় মাথায় বন্দুক ঠেকিয়ে মন্দারমণিতে অপহরণ করা হয়েছিল পরিচালককে। ২৪ ঘণ্টার মধ্যে খড়গপুর টাউন থেকে উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার একটি মিউজ়িক ভিডিয়োর শুটিং চলছিল মন্দারমণিতে। অভিযোগ সেখানে জনা কয়েক দুষ্কৃতী উপস্থিত হয়ে, ওই মিউজিক ভিডিয়োর পরিচালক শ্রীকান্ত জার ওরফে প্রিন্সের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর টাউন থানার পুলিশ শ্রীকান্তকে তালবাগিচা এলাকা থেকে উদ্ধার করে। যদিও দুষ্কৃতীদের গ্রেপ্তার করা যায়নি। কী কারণে এই অপহরণ তা খতিয়ে দেখছে পুলিশ।
