আমুদরিয়া নিউজ : ট্যাব কেলেঙ্কারির ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যে এই কান্ডে নাম জড়িয়েছে মালদা জেলার। গ্রেফতার করা হয়েছে কয়েক জনকে। এবার ট্যাব কেলেঙ্কারি কান্ডে নাম জড়ালো কোচবিহারের দিনহাটার। শনিবার রাতে ট্যাব কেলেঙ্কারির ঘটনায় দিনহাটার এক স্কুল শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
ধৃত ওই শিক্ষকের নাম মনোজিৎ বর্মন। তার বাড়ি দিনহাটা শহরের মতিলাল লেন এলাকায়। তার বিরুদ্ধে শিক্ষা পোর্টালে ডাটা পরিবর্তন করা এবং ট্যাবের টাকা লোপাটের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে যে, ধৃত ওই শিক্ষকের কুড়িটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। আগামী কাল ওই শিক্ষককে মালদা জেলা আদালতে তোলা হবে।
এবার ট্যাব কেলেঙ্কারির ঘটনায় দিনহাটার নাম জড়ানোয় শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।