আমুদরিয়া নিউজ: মঙ্গলবার মৃত্যু হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাসগুপ্তর। নিউটাউনের ফ্ল্যাট থেকে নিথর দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সন্ধ্যায় নিমতলা শ্মশানে সৃঞ্জয়ের দেহ অন্তিম কাজের জন্য এসে পৌঁছায়। দেহ গাড়ি থেকে বেরোতেই মালা দেন দিলীপ। পরে বিজেপি নেতা বলেন, “জানি না কী হয়েছে। কীভাবে একটা জলজ্যান্ত তরতাজা একটা ছেলে এভাবে চলে গেল। সকালে রান্নারদিদি ওর মাকে ফোন করে। সঙ্গে সঙ্গে ও ছুটে যায়। তারপর সবটা জানাজানি হয়। ওর মায়ের ও ছাড়া কেউ ছিল না, জানি না কীভাবে নিজেকে সামলাবে।” তারপরই হতাশার সুরে দিলীপ বললেন, “এটা আমার দুর্ভাগ্য। পুত্রসুখ হয়নি, পুত্রশোক হল। মায়ের সব কিছু ছিল ছেলে। অনেক কষ্টে ওকে মানুষ করেছে। ছেলেও সর্বগুণসম্পন্ন।” গত ১৮ এপ্রিল দিলীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রিঙ্কু। বিয়ের অনুষ্ঠানে প্রীতম উপস্থিত না থাকলেও, নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
