আমুদরিয়া নিউজ: সদ্যই পুত্রহারা হয়েছেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার। সেই ধাক্কা সামলে স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে ত্রিপুরা সফরে বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সাত সকালে তাঁরা পৌঁছন ত্রিপুরার শান্তি কালী আশ্রমে। সেখানে প্রার্থনা সেরে আশীর্বাদ নেন ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্ত স্বামী চিত্ত মহারাজের কাছে। স্ত্রীর জন্যই আশীর্বাদ চান দিলীপ। সদ্য পুত্রহারা রিঙ্কু যেন শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারেন, প্রার্থনা করেন দিলীপ। তিনি বলেন, ‘আশীর্বাদ করুন আমার স্ত্রীকে। জীবনে অনেক কষ্ট পেয়েছে ও। একমাত্র সন্তান ছিল। কিছুদিন আগে মারা গিয়েছে।’ এরপর আশ্রম থেকে বেরিয়ে তাঁরা চলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে। মন্দিরে পুজোও দেন তাঁরা। দিলীপ ও রিঙ্কুর বিয়ের একমাস কাটার আগেই, সম্প্রতি নিউটাউনের ফ্ল্যাট থেকে রিঙ্কুর আগের পক্ষের ছেলে সৃঞ্জয়ের দেহ উদ্ধার হয়। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী সৃঞ্জয়ের অগ্ন্যাশয়ে সমস্যা ছিল বলে ধার পড়ে ময়নাতদন্তে।
