আমুদরিয়া নিউজ : কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিংয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জাতীয় রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকের আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো ছবি শেয়ার করেন, যেখানে মোদীকে তৎকালীন বিজেপি নেতা এল. কে. আডবাণীর পাশে বসে থাকতে দেখা যায়। দিগ্বিজয় সিং ছবিটি পোস্ট করে ‘সংগঠনের শক্তি’ নিয়ে মন্তব্য করেন, যা অনেকের মতে আর.এস.এস-বিজেপি-র প্রশংসার ইঙ্গিত দেয়। বিষয়টি ঘিরে কংগ্রেসের অন্দরেও আলোচনা শুরু হয়। পরে দিগ্বিজয় সিং স্পষ্ট করেন, তিনি কোনোভাবেই আর.এস.এস বা বিজেপির প্রশংসা করেননি, বরং একটি শক্তিশালী সংগঠন কীভাবে একজন কর্মীকে শীর্ষে পৌঁছে দিতে পারে, সেটিই তুলে ধরতে চেয়েছেন। তবুও তাঁর মন্তব্য রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে।