আমুদরিয়া নিউজ: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাহাড় প্রমাণ রান খাড়া করে দিয়েছে টিম ইন্ডিয়া। শত রান করেছেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেলেন জুরেল। অন্যদিকে টেস্টে ষষ্ঠ শতরান করলেন জাদেজা। ১৬৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বভাবসিদ্ধ তলোয়ার সেলিব্রেশনে মাতলেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৫ উইকেট হারিয়ে ৪৪। ভারত এগিয়ে ২৮৬ রানে। ক্রিজে রয়েছেন জাদেজা (১০৪) এবং ওয়াশিংটন (৯)। আহমেদাবাদ টেস্টে ইতিমধ্যে জাঁকিয়ে বসেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষে ম্যাচের যা ছবি, তাতে মনে হচ্ছে ভারতের জেতা সময়ের অপেক্ষা।