আমুদরিয়া নিউজ: উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের ইস্তফা গৃহীত হল। সোমবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি। এদিন সেই ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি। ধনকড় তাঁর ইস্তফাপত্রে নিয়েছেন, স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্টে উপরাষ্ট্রপতি-সহ বিভিন্ন পদে ধনখড়ের কাজের কথা উল্লেখ করেছেন। তাঁর সুস্বাস্থ্যও কামনা করেছেন। ২০২২ সালের অগস্টে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বগ্রহণ করেছিলেন ধনকড়। মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি।
