আমুদরিয়া নিউজ: পরিচারিকাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা জনতা দল (সেকুলার)-এর প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্না। শুক্রবার বেঙ্গালুরুর জনপ্রতিনিধিদের বিশেষ আদালত এই রায় দিয়েছে। জানা গিয়েছে, শনিবার তাঁর সাজা ঘোষিত হবে। অভিযোগ, ২০২১ সাল থেকে বেঙ্গালুরুর নিকটবর্তী তাঁদের পারিবারিক ফার্মহাউসে কাজ করতেন যে মহিলা, তাঁকে একাধিকবার ধর্ষণ করেছিলেন রেভান্না। এমনকি, এই ঘটনার কথা কাউকে বললে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখানো হয়েছিল। এই মামলায় গত বছরের ৩১ মে তাঁকে গ্রেফতার করা হয়। কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গত এপ্রিল মাসে প্রজ্বলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। গত ১৮ জুলাই মামলার শুনানি শেষ হয়। মামলার ১৪ মাসের মাথায় এদিন রায়দান হল। শুক্রবার আদালত জানিয়েছে, সিটের পেশ করা তথ্যপ্রমাণে প্রজ্বলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ার পর রেভান্না আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন।
