সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ চা বাগানের ঊনিশজন অবসরপ্রাপ্ত চা শ্রমিক তাদের বকেয়া গ্র্যাচুইটির দাবিতে আলিপুরদুয়ার এর সহকারী শ্রম কমিশনারকে ডেপুটেশন দিলেন। বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত চা শ্রমিকরা আলিপুরদুয়ার জেলা প্রশাসনের মূখ্য কার্যালয় ডুয়ার্স কন্যায় যান ও তাদের দাবিপত্র সহকারী শ্রম কমিশনারকে দেন। অবসরপ্রাপ্ত চা শ্রমিকরা জানান অবসর গ্রহনের পর দীর্ঘদিন কেটে গেলেও মালিকপক্ষ তাদের প্রাপ্য গ্র্যাচুইটির টাকা মিটিয়ে দেননি। তাদের প্রাপ্য গ্র্যাচুইটির টাকা দ্রুত প্রদানের দাবীতে তারা এদিন সহকারী শ্রম কমিশনারকে ডেপুটেশন দিলেন।
সহকারী শ্রম কমিশনার ডেপুটেশন গ্রহন করে চা বাগানের ম্যানেজারকে ডেকে তার দপ্তরে আনেন ও তার সাথে কথা বলেন। ম্যানেজার জানান তিনি চা বাগানের মালিকের সাথে কথা বলে অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের বকেয়া গ্রাচুইটির টাকা দ্রুত মিটিয়ে দেবার ব্যবস্থা করবেন।