আমুদিরয়া নিউজ : যথা নিয়ম মতোই ডেলিভারি দিতে এসছিলেন ডেলিবারি বয়। তবে গেট থেকেই দেখতে পান বাড়িতে রয়েছে একটি পোষ্য কুকুর। সেই পোষ্যটিকেই বিপদ থেকে বাঁচালেন ওই কর্মী। কী হয়েছিল জানলে চমকে যাবেন আপনিও। বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ডেলিভারি বয়ের সেই মানবিকতার দৃশ্য। কুকুরটি বাড়ির বাইরে রাখা বেঞ্চে শুয়ে ছিল। ওই ব্যক্তি বাড়ির গেট থেকে ভিতরে ঢুকতেই দেখতে পান, কুকুরটি বেঞ্চ থেকে পড়ে যাচ্ছে। তড়িঘড়ি তিনি কুকুরটিকে ধরে ফেলেন। সমূহ বিপদের থেকে বেঁচে যায় প্রাণীটি। সেই ভিডিও এখন নেট দুনিয়ার ভাইরাল। ডেলিভারি বয়ের এহেন সহানুভূতির পরিচয় দেখে কমেন্টবক্স ভরিয়ে দিয়েছে নেটিজেনরা।
