আমুদরিয়া নিউজ: ‘সবুজ’ দীপাবলি উদযাপনের পরদিনই দূষণে ভারী হয়ে উঠল দিল্লির বাতাস। সোমবার সকালে দেখা গেল ধোঁয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি। বাতাসের গুণগত মান (AQI) ৪৫১তে পৌঁছে গিয়েছে। যা ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পড়ে। বাড়তি দূষণের কথা মাথায় রেখেই দীপাবলিতে দিল্লিতে শর্তসাপেক্ষে সবুজ আতশবাজিতে ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট। যদিও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সে সময়সীমা বাস্তবে কার্যকর হয়নি। দেদার চলে বাজি পোড়ানো। ফলে পরিস্থিতি অত্যন্ত খারাপ আকার নেয়। মঙ্গলবার সকালে নয়ডা এবং গুরুগ্রামের একিউআই ছিল যথাক্রমে ৪০৭ এবং ৪০২। উজিরপুর (৪৩৫), দ্বারকা (৪২২), অশোক বিহার (৪৪৫) এবং আনন্দ বিহার (৪৪০) এর মতো স্থানগুলিতে বায়ুর গুণমান (AQI)-এর মাত্রা গুরুতর ছিল।