আমুদরিয়া নিউজ: আরিয়ান খান পরিচালিত ব্যাডস অফ বলিউড ছবিতে নাকি অপমান করা হয়েছে প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে। অভিযোগ তুলে শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন ওয়াংখেড়ে। এমনকী, নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিরিজও তুলে নেওয়ার দাবিও করেন তিনি। কিন্তু শুক্রবার সমীর ওয়াংখেড়েকে ফিরিয়ে দিল দিল্লি হাই কোর্ট। কিন্তু এই মানহানি মামলার কতটা গ্রহণযোগ্যতা আছে, তা নিয়ে দিল্লি হাই কোর্ট পাল্টা প্রশ্ন করে সমীরকে। পাশাপাশি, এই আবেদন খারিজও করে দেয় আদালত। দিল্লি হাই কোর্ট জানায়, এই ঘটনার সূত্রপাত বা কারণ দিল্লিকে ঘিরে নয়, তাই এই মামলা দিল্লিতে কার্যকর নয়। সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ-পুত্রের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্স অফ বলিউড’। সেখানে এক এনসিবি আধিকারিকের চরিত্র, যাঁর চেহারার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে সমীর ওয়াংখেড়ের। আর তা দেখেই মহাক্ষিপ্ত সমীর ‘ব্যাডস অফ বলিউড’-এর নির্মাতাদের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, সিরিজের তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।