আমুদরিয়া নিউজ: ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী-সহ চার্জশিটে নাম থাকা অন্য অভিযুক্তদের নোটিস পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই মামলায় চলতি মাসেই সনিয়া এবং রাসুঢ়ের বিরুদ্ধে চার্জশিট জমা করেছিল ইডি। সেই চার্জশিটের ভিত্তিতে এ বার শুনানি শুরু করতে চায় আদালত। শুক্রবার আদালত জানিয়েছে, চার্জশিটে ইডি সনিয়া, রাহুল-সহ কয়েক জনের নাম উল্লেখ করেছে। এই মামলার শুনানির প্রয়োজন আছে। সেই কারণে সকলকে নোটিস পাঠানো হয়েছে। আগামী ৮ মে এই মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, ২০২১ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত শুরু করে ইডি। বিজেপি নেতা সুব্র্যহ্মণম স্বামীর দায়ের করা মামলায় আদালতের রায়ের ভিত্তিতে তদন্ত শুরু হয়। স্বামীর অভিযোগ ছিল, বেআইনিভাবে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ২০০০ কোটির সম্পত্তি দখল করেছে ইয়ং ইন্ডিয়া, যার শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া এবং রাহুল-সহ আরও অনেকে। অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড থেকেই প্রকাশিত হত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি। তাই এই মামলার প্রথম থেকেই কংগ্রেস নেতৃত্বের নাম জড়িয়েছে।