আমুদরিয়া নিউজ : দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় বসবাসকারী এক প্রবীণ চিকিৎসক দম্পতির কাছ থেকে প্রায় ১৪ কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার প্রতারকরা নিজেদের বিভিন্ন তদন্তকারী সংস্থার আধিকারিক বলে পরিচয় দিয়ে ওই দম্পতিকে ভয় দেখায়। ২৪ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত টানা ফোন ও ভিডিও কলে রেখে তাঁদের ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নামে কার্যত গৃহবন্দি করে রাখা হয়। এই সময়ে গ্রেফতার ও মামলার হুমকি দিয়ে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ্য করা হয়। পুলিশ জানায়, ওই দম্পতি দীর্ঘদিন আমেরিকায় থাকার পর দেশে ফিরে ২০১৬ সাল থেকে দিল্লিতে থাকছেন। তাঁদের সন্তানরা বিদেশে থাকায় সেই সুযোগকেই কাজে লাগায় প্রতারকরা। ৯ জানুয়ারির পর হঠাৎ ফোন বন্ধ হয়ে গেলে দম্পতির সন্দেহ হয় এবং তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানান। শনিবার এফআইআর দায়েরের পর দিল্লি পুলিশের সাইবার অপরাধ শাখা তদন্ত শুরু করেছে।