আমুদরিয়া ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। সেঈ উত্তেজনার আবহে গত চার দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাক সেনা। এই পরিস্হিতিতে রণকৌশল ঠিক করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার সকালে দিল্লির ৭, লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান রাজনাথ।
এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, পহেলগাঁও হামলার পর তিন সেনার প্রস্তুতি কী রকম, তা নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট জমা দিতেই গিয়েছেন রাজনাথ সিং। এদিকে রবিবার সন্ধ্যাতেও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান।সূত্রের খবর একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে।
পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুদেশের মধ্যে বৈদেশিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। উপত্যকায় সেনা বাড়ানো হয়েছে। নৌসেনা ও বায়ুসেনার তরফেও লাগাতার মহড়া দেওয়া হচ্ছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও অবনতি হয়েছে। বন্ধ করা হয়েছে সীমান্ত। স্থগিত করা হয়েছে সিন্ধু জল চুক্তি। পাকিস্তানিদের ভিসা দেওয়াও বন্ধ করে হয়েছে।