আমুদরিয়া নিউজ: ২০২৬ সালের ‘হলিউড ওয়াক অফ ফেম’-এ ঠাঁই পেলেন দীপিকা পাড়ুকোন। হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের মোশন পিকচার্স বিভাগে নাম তুলেছেন দীপিকা। বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব়্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, তিমোথে চালামেট, স্ট্যানলি তুস্সি-সহ আরও অনেকের নাম। দীপিকা একাই ভারতকে প্রতিনিধিত্ব করছেন সেই তালিকায়। ২০ জুন ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল একশো মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরবর্তীতে চেম্বার্স বোর্ডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট তালিকা অনুমোদন করে। ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’-এ ভিন ডিজেলের বিপরীতে অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন দীপিকা। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম তুলেছিলেন তিনি।
