আমুদরিয়া নিউজ: তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২। মঙ্গলবার সকালে জেলার পুলিশ সুপার (এসপি) পরিতোষ পঙ্কজ এই খবর নিশ্চিত করেছেন। উদ্ধারকাজ এখনও চলছে বলে জানিয়েছেন তিনি। সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয় তেলেঙ্গানার রাসায়নিক কারখানায়। বিস্ফোরণের পরেই আগুন লেগে যায় কারখানায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বেশ কয়েকজন শ্রমিক ১০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়েন। বিস্ফোরণের ফলে কারখানার ছাদ পুরোপুরি উড়ে যায়। এমনকী বিস্ফোরণের জেরে কারখানার পাশের একটি বাড়ি ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।