আমুদরিয়া নিউজ: ঢাকায় স্কুলভবনে বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। হাসপাতাল সূত্র উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসীন রয়েছেন ৭৮ জন। সব মিলিয়ে আহতের সংখ্যা অন্তত ১৭০। সোমবার প্রশিক্ষণ চলাকালীন ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বাংলাদেশের বায়ুসেনার ওই বিমান। ভেঙে পড়া মাত্র বিমানটিতে আগুন ধরে যায়। শিক্ষা প্রতিষ্ঠানটির ছাদ ভেঙে বিমানটি বেশ কয়েকটি ক্লাসরুমের উপর পড়ে। অনেক পড়ুয়াই চাপা পড়ে ধ্বংস্তূপের নীচে। আগুনে দগ্ধ হয় অনেকে। প্রতিবেশী দেশে এমন বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করে বাংলাদেশকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
