আমুদরিয়া নিউজ : উত্তর গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডের মামলায় এবার এক মালিক অজয় গুপ্তকে পুলিশ গ্রেফতার করেছে। দিল্লি থেকে তাঁকে আটক করা হয়। তাঁকে গোয়া নিয়ে গিয়ে গ্রেফতার করা হবে। গত সপ্তাহে উত্তর গোয়ার আরপোরায় বাগা সুমদ্র সৈকতের কাছে অবস্থিত ওই নাইট ক্লাবে আগুন ধরে যায়।