আমুদরিয়া নিউজ : ইন্দোনেশিয়ায় বন্যা ও ধসে মৃত্যু বেড়েই চলেছে। শনিবার সেই মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে সংবাদ সংস্থা দাবি করেছে। পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, উত্তর সুমাত্রায় মৃতের সংখ্যা ১১৬ এবং আচেহ প্রদেশে ৩৫ জন। লাগোয়া এলাকায় মৃতের সংখ্যা ৫০ জনের বেশি।