আমুদরিয়া নিউজ : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। মঙ্গলবার দুপুরে জেলা আদালতের বাইরের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎ প্রবল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের, আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। বিস্ফোরণের শব্দ এত জোরে ছিল যে প্রায় ছয় কিলোমিটার দূর থেকেও তা শোনা যায়। হঠাৎ আগুন ধরে গিয়ে গাড়িটি মুহূর্তে পুড়ে যায়, আশপাশের আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, গাড়িটিতে গ্যাস সিলিন্ডার লাগানো ছিল, সেটিই বিস্ফোরণের কারণ হতে পারে। তবে পুলিশ এখনও নিশ্চিত নয় এটি দুর্ঘটনা না কি নাশকতার ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, পুলিশ ও বোম্ব স্কোয়াড। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামাবাদ পুলিশ।