আমুদরিয়া নিউজ: পাক সেনার কনভয় লক্ষ্য করে পর পর গোলাবর্ষণ বালোচ বিদ্রোহীদের। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৯ পাক জওয়ানের। জানা গিয়েছে, শনিবার কালাট জেলার একটি হাইওয়ের উপর দিয়ে পাক সেনার দু’টি কনভয় যাচ্ছিল। সেই সময়ে কনভয় লক্ষ্য করে হামলায় চালায় বালোচ লিবারেশন আর্মির সদস্যরা। পালটা গুলি চালাতে শুরু করেন পাক জওয়ানরা। এই হামলায় ৯ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে সংঘর্ষে বিদ্রোহীদের কারও প্রাণহানি হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এই হামলার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহীরা। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি পাকিস্তান সরকার।