আমুদরিয়া নিউজঃ দার্জিলিংয়ের বাসিন্দা ও পর্যটকদের মধ্যে খুশির হাওয়া। রেড পান্ডা সংরক্ষণ ও প্রজননে সাফল্যের জন্য আন্তজার্তিক মঞ্চে স্বীকৃতি অর্জন করল দার্জিলিং চিড়িয়াখানা। ওয়ার্লড অ্যাসোসিয়েশন অব জু’জ অ্যান্ড অ্যাকুয়ারিয়ামস (ওয়াজা) কনজারভেশন অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছে এই চিড়িয়াখানা। বিশ্বের সেরা তিন চিড়িয়াখানার মধ্যে জায়গা করে নিয়েছে পদ্মজা নায়ডু হিমালয়ান জুলজিকাল পার্ক। যা দার্জিলিং চিড়িয়াখানা নামে পরিচিত। এই চিড়িয়াখানায় বর্তমানে ১৯ টি রেড পান্ডা রয়েছে।
ভিডিও দেখুন এখানে: https://youtu.be/X9RazTg7zPY
দেশের মধ্যে একমাত্র এই চিড়িয়াখানায় বিলুপ্ত প্রায় রেড পান্ডা সংরক্ষণ ও প্রজননের উদ্যোগ নেওয়া হয়। যার ফলস্বরূপ দেশের প্রথম কোন চিড়িয়াখানা বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজননে সাফল্যের জন্য আন্তর্জাতিক শিরোপা জিতে নিয়েছে। আগামী ৭ নভেম্বর অস্ট্রেলিয়ার তারঙগো চিড়িয়াখানায় হতে যাওয়া ৭৯ ওয়াজা সম্মেলনে দার্জিলিং চিড়িয়াখানাকে পুরস্কৃত করা হবে। আর এতেই খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে শুরু করে দার্জিলিংবাসী ও পর্যটকরা।
দার্জিলিংয়ের বাসিন্দা নিহাল লেপচা বলেন, এটা ভীষণ খুশির খবর। বিলুপ্ত প্রায় রেড পান্ডা আমাদের এখানে দেখা যায়। এদের রক্ষার জন্য দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুব ভালো কাজ করছে। বিশ্বের দরবারে ভারতের প্রথম কোন চিড়িয়াখানা এই সম্মান অর্জন করেছে জেনে ভালো লাগছে। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে বেড়াতে আসা পর্যটকরাও এই বিষয় নিয়ে আপ্লুত। বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী রক্ষার চিড়িয়াখানার এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন। এই প্রকল্প আরও ভালো ভাবে এগিয়ে যাক সেই কামনা করেছেন।