আমুদরিয়া নিউজ: শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছাকাছি কোথাও হতে পারে ল্যান্ডফল। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে ভারী ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গোটা উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কোনাসীমা জেলার নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রে, কাকিনাড়া, বিশাখাপত্তনম এবং ভীমবরম হয়ে চলাচল করা অন্তত ৬৫টি ট্রেন মঙ্গল এবং বুধবারের জন্য বাতিল করা হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিশাখাপত্তনম বিমানবন্দরেও মঙ্গলবার বাতিল রাখা হয়েছে বেশ কিছু উড়ান। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে ওড়িশা, তেলঙ্গানা এবং তামিলনাড়ুর প্রশাসনও।