আমুদরিয়া নিউজ: মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মান্থা। ঝড়ে গাছ পড়ে অন্ধ্রের কোনাসিমা জেলার মাকানাগুড়েম গ্রামে মৃত্যু হয়েছে এক মহিলার। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অন্ধ্র ও ওড়িশা জুড়ে। অন্ধ্রে প্রায় এক লক্ষ ৭৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। প্রবল ঝড়বৃষ্টির প্রকোপে ওড়িশায় বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে প্রশাসন। একাধিক জায়গায় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। কোথাও উপড়ে গিয়েছে গাছ, ভেঙেছে ঘরবাড়ি। বুধবার ভোরে শক্তি হারিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে মান্থা। আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।