আমুদরিয়া নিউজ: বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। সেই নিম্নচাপ থেকেই জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘মান্থা’। আগামী মঙ্গলবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধেয় স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় মান্থা, তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে একাধিক জেলায়। কলকাতায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার ও শুক্রবার। দুই ২৪ পরগনাতেও শুক্রবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার।