আমুদরিয়া নিউজ: ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার রিঙ্কু সিংকে খুনের হুমকি! জানা গিয়েছে, দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’ তাঁকে হুমকি দিয়েছেন। চলতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে তিন বার রিঙ্কুর কাছ থেকে টাকা চাওয়া হয়। রিঙ্কুর ম্যানেজারকে ইমেল করে হুমকি দেওয়া হয়। সেখানে ধৃতেরা নিজেদের ‘ডি কোম্পানি’র সদস্য বলে পরিচয় দেয়। হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ হন রিঙ্কু। অভিযোগ পেয়ে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মহম্মদ দিলশাদ ও মহম্মদ নাভিদ নামের দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশি জেরার মুখে তারা টাকা চাওয়ার কথা স্বীকার করে নিয়েছে।