আমুদরিয়া নিউজ : হায়দরাবাদে স্কাইরুট অ্যারোস্পেসের নতুন ‘ইনফিনিটি ক্যাম্পাস’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বেসরকারি অরবিটাল-শ্রেণির রকেট ‘বিক্রম–১’য়ের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, “ভারত মহাকাশ গবেষণায় কয়েক বছরে যে অগ্রগতি করেছে, তা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশই পারে।
‘বিক্রম–১’ একটি চার-ধাপের রকেট। ভারতের মহাকাশ কর্মসূচির জনক বিক্রম সারাভাই-এর নামে। প্রায় ২০ মিটার লম্বা এবং ১.৭ মিটার ব্যাসের এই রকেট মূলত ছোট স্যাটেলাইট দ্রুত ও কম খরচে বিভিন্ন কক্ষপথে পাঠানোর জন্য।
Leave a Comment