আমুদরিয়া নিউজ : মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর বাবরি মসজিদের শিলান্যাসের সময়ে ১১টি দানবাক্স রেখেছিলেন। তাতে দান হিসেবে শুধু টাকা নয়, সোনার গয়নাও পড়েছে বলে দেখা যাচ্ছে। ইতিমধ্যে ৯টি বাক্স থেকে ৩ কোটির বেশি টাকা মিলেছে বলে সূত্রের খবর। কয়েক লক্ষ টাকার গয়নাও মিলেছে। বাকি দুই বাক্সে কত টাকা মেলে সেটাই দেখার। এখনও গোনা চলছে।