আমুদরিয়া নিউজ : পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মুকেশ মাহাতো বহু বছর দিল্লিতে সাংসদের বাংলোয় রাঁধুনী হিসেবে কাজ করেছেন। সেই বাংলোর ঠিক পাশেই থাকতেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। দীর্ঘদিন ধরে ধর্মেন্দ্র, সানি দেওল ও ববি দেওলের জন্য নিয়মিত রান্না করতেন মুকেশ। অভিনেতার পছন্দ ছিল কম মশলা, কম তেলের বাঙালি খাবার। মুকেশ জানান, ধর্মেন্দ্র অত্যন্ত ভাল মানুষ ছিলেন এবং সব সময় তাকে নিজের লোকের মতোই মানতেন। ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ শোনার পর ভেঙে পড়েছেন মুকেশ। তিনি বলেন, “ভাবতেই পারিনি আর কোনও দিন তাঁর মুখে আমার রান্না তুলে দিতে পারব না।” বহু বছর ধরে গড়ে ওঠা সম্পর্কের হঠাৎ শেষ হয়ে যাওয়া তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। এখন স্মৃতির ভরসাতেই বেঁচে আছেন মুকেশ।