আমুদরিয়া নিউজঃ শুরু হয়ে গেল কোচবিহার বই মেলা। রাসমেলা ময়দানে এই বই মেলার আসর বসেছে। সোমবার বই মেলা উদ্বোধনের আগে সকাল বেলা বইয়ের জন্য হাঁটুন এই ব্যানারে সাগরদিঘি সংলগ্ন এলাকা থেকে শুরু করে কোচবিহারের রাস্তায় বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বই প্রেমীরা এবং মেলা কমিটির সদস্যরা। এরপর এদিন বই মেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, রাজ বংশী ভাষা একাডেমির সভাপতি বংশী বদন বর্মন, এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জন প্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক সহ আরও অনেকে। ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বই মেলা। রাজ বংশী-কামতাপুরী ভাষার পুস্তকের জন্য আলাদা স্টল থাকছে। এই স্টল গুলিতে এই সব ভাষার পুস্তকের সম্ভার থাকছে। তবে কোচবিহার জেলা বই মেলায় বাংলাদেশের স্টল থাকছে না বলে আয়োজক কমিটির তরফে জানা গিয়েছে।
এর পাশাপাশি লিটিল ম্যাগাজিনের স্টল, স্থানীয় লেখকদের বই প্রকাশের পৃথক জায়গা থাকছে। জানা গিয়েছে, মোট ১৬০ টি স্টল রয়েছে মেলায়। তার মধ্যে ১২৫ টি বইয়ের স্টল এবং ৩৫ টি সরকারি স্টল। ছোট বড়ো মিলে ১০০ টির মতো প্রকাশনী সংস্থা রয়েছে। প্রতিদিন বই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিদিন কবিতা ও সাহিত্য বিষয়ক সেমিনার হবে বলে জানা গিয়েছে। বড় দিনের উৎসবে আবহে বই মেলার আনন্দে গা ভাসাবেন কোচবিহারের বই প্রেমী মানুষেরা।