আমুদরিয়া নিউজ: ৭৫ বছরের পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত। অন্যদের কাজ করতে দেওয়া উচিত। বৃহস্পতিবার নাগপুরে সংঘের এক অনুষ্ঠানে এমনটাই বলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর কথায়, “যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।” ঘটনা হল চলতি বছরের সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেকারণেই নাম না করে মোদিকে এই বিশেষ বার্তা দিলেন আরএসএস প্রধান? এমনই আলোচনা শুরু হয়েছে নানা মহলে। এদিকে এ বছর মোহন ভাগবত নিজেও ৭৫ এ পা দেবেন। সংঘের নিয়ম অনুসারে ৭৫-এর পর আর পদে থাকতে পারবেন না ভাগবত। সংঘ প্রধানের মন্তব্যকে হাতিয়ার করেছে কংগ্রেস। দলের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলছেন, “বেচারা প্রধানমন্ত্রী। বিদেশ থেকে গুচ্ছ সম্মান নিয়ে আসছেন। দেশে ফিরে কি সম্মানটাই না পেলেন! আরএসএস প্রধান মনে করিয়ে দিলেন যে ১৭ সেপ্টেম্বর তোমার ৭৫ হয়ে যাচ্ছে।” আর এক কংগ্রেস নেতা পবন খেরা টুইট করেছেন, “এবার আপনাদের দুজনেরই ঝোলা গুটিয়ে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে।”
