আমুদরিয়া নিউজ : কংগ্রেস আগামী ৫ জানুয়ারি থেকে দেশজুড়ে ‘মনরেগা (MGNREGA) বাঁচাও অভিযান’ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এই ঘোষণা করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, কেন্দ্রের মোদি সরকার পরিকল্পিতভাবে মনরেগাকে দুর্বল করছে, যার ফলে গ্রামীণ দরিদ্র ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ কমানো, মজুরি প্রদানে বিলম্ব এবং নতুন আইনি পরিবর্তনের মাধ্যমে এই প্রকল্পকে কার্যত বন্ধ করার পথে হাঁটছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সেই ক্ষোভ সরকারকে রাজনৈতিকভাবে মূল্য চোকাতে বাধ্য করবে বলে দাবি করেন তিনি। কংগ্রেস নেতৃত্বের মতে, নতুন ব্যবস্থায় রাজ্যগুলির ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো হচ্ছে, যা রাজ্যগুলির পক্ষে বহন করা কঠিন। এই পরিস্থিতিতে মনরেগা রক্ষায় কংগ্রেস দেশব্যাপী আন্দোলনে নামছে বলে জানানো হয়েছে।