আমুদরিয়া নিউজ: এশিয়া কাপে রবিবার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। যদিও পাক দলকে পাত্তাই দিচ্ছেন না ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “ব্যাটে বলে একেবারে সাদামাটা দল পাকিস্তান। শাহিন আফ্রিদিও মারাত্মক কিছু নয়। ওরা ওমানকে হারিয়েছে, যে দলের গড় বয়স ৩৪-৩৫। দলে জ্যাঠা-কাকারা ভরা। ওমান আঙ্কেলদের বিরুদ্ধে ওরা খুব ভালো বোলিং করেছে। এখন দেখার, ভারতের তরুণদের বিরুদ্ধে ওরা কেমন খেলে।” ভারতের বিরুদ্ধে প্রায় ১৫ মাস পর খেলতে নামছে পাকিস্তান দল। আগের দু’টি সাক্ষাতে তাদের হারতে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং পাকিস্তান শেষ বার মুখোমুখি হয়েছিল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে।