আমুদরিয়া নিউজ: বেঙ্গালুরুতে একটি কনসার্টে গান গাইতে উঠে বিতর্কে জড়ালেন গায়ক সোনু নিগম। গায়কের নামে থানায় দায়ের হয়েছে অভিযোগ। সম্প্রতি বেঙ্গালুরুর বীরগোনগরের ইস্ট পয়েন্ট ই়ঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন সোনু। মঞ্চে যখন সোনু একের পর এক হিন্দি গান গাইছিলেন, সেই সময় এক দর্শক সোনুকে বারংবার কন্নড় গান গাইবার অনুরোধ করেন।
এরপরেই হঠাৎ মেজাজ হারিয়ে ফেলে সোনু বলেন, ‘এই বিষয়গুলিই ভালো লাগে না। ওই ছেলেটার যা বয়স তাঁর থেকে বেশিদিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু ও অত্যন্ত অভদ্রভাবে, যেন হুমকির সুরে কন্নড় কন্নড় বলে যাচ্ছে।’ এরপরই সোনু টেনে আনেন পহেলগাঁও প্রসঙ্গ। তিনি বলেন, ‘পহেলগাঁওতে যা হয়েছে, এটাই তার অন্যতম কারণ। এই মাত্র তুমি যেই কাজটা করলে, সেটাই সবচেয়ে বড় কারণ। কে সামনে দাঁড়িয়ে রয়েছে, সেটা তো এক বার দেখ। আমি কর্ণাটকের মানুষকে ভালোবাসি। আমি আপনাদের সকলকেই ভালোবাসি।’ গানের অনুরোধের সঙ্গে সন্ত্রাসের তুলনা টানায় গায়কের উপরে ক্ষুব্ধ কন্নড় সম্প্রদায়। কন্নড়পন্থী একটি সংগঠন এর পরেই ঘৃণা উস্কে দেওয়া এবং তাদের সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার অভিযোগে গায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। যদিও বিষয়টি নিয়ে সোনুর বক্তব্য মেলেনি।