আমুদরিয়া নিউজ: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষের নাম প্রকাশ করল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) জেরে বাদ গিয়েছিল তাদের নাম। যা নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ দিয়েছিল, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কেন নাম বাদ গিয়েছে, তার কারণ-সহ ওই তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সময়সীমা পেরনোর অনেক আগেই নির্দেশ মেনে পদক্ষেপ করল কমিশন। রবিবার জেলাশাসকদের ওয়েবসাইটে ওই তালিকা পোস্ট করা হয়েছে। এ ছাড়াও একটি লিঙ্ক দেওয়া হয়েছে কমিশনের সাইটে, যেখানে ভোটারেরা সহজেই তাঁদের নাম আছে কি না তা যাচাই করতে পারবেন।
