আমুদরিয়া নিউজ: ভোটারদের সুবিধার্থে এ বার থেকে নির্বাচনের সময়ে ইভিএমে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি থাকবে। সেই সঙ্গে সিরিয়াল নম্বর ও নাম ছাপা হবে বড় ও বোল্ড অক্ষরে। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে। ওই সময় থেকেই পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, উপরে বাম দিকে প্রার্থীর ছবি থাকবে। উল্লেখ থাকবে ব্যালট পেপারের সিরিয়াল নম্বর। নোটা প্রার্থীদেরও ছবি থাকতে হবে। একটি ব্যালট পেপারে ১৫ জনের বেশি প্রার্থীর নাম থাকবে না। ইভিএম পেপারের মানও হবে আগের থেকে বেশি উন্নত।
