আমুদরিয়া নিউজ : ২০২৬ সালের শুরুতেই সাধারণ মানুষের জন্য বড় সুখবর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী ১ জানুয়ারি, ২০২৬ থেকে সারা দেশে সিএনজি (CNG) ও পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস (PNG)-এর দাম কমতে চলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক বোর্ড (PNGRB) জানিয়েছে, নতুন শুল্ক কাঠামোর ফলে প্রতি ইউনিটে গ্যাসের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত কমতে পারে। শুল্ক ব্যবস্থাকে সহজ করে তিনটি জোনের বদলে দু’টি জোন করা হয়েছে, যার ফলে পরিবহণ ও গৃহস্থালির খরচ কমবে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন মধ্যবিত্ত পরিবার, গৃহবধূ এবং সিএনজি ব্যবহারকারী গাড়িচালকরা। দেশের ৩১২টি এলাকায় কাজ করা সিটি গ্যাস সংস্থাগুলিকে এই সুবিধা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ।