আমুদরিয়া নিউজ: ভাতৃদ্বিতীয়ার সকালে লেখা ও সুর করা নতুন গানে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে ২৫ সেকেন্ডের একটি মিউজিক ভিডিও দিয়ে ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ মঙ্গলদ্বীপে জ্বলুক শিখা’ গানটি প্রকাশ করেছেন তিনি। সঙ্গে তিনি লিখেছেন, ‘ভ্রাতৃদ্বিতীয়ায় সবাইকে আমার শুভেচ্ছা। আমার কথা ও সুরে, ঐতিহ্যর কণ্ঠে ছোট্ট নিবেদন।’ এদিকে আজ সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস। এদিন প্রয়াত সাহিত্যিকের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী।