আমুদরিয়া নিউজ: আজ কোজাগরী লক্ষ্মীপুজো। বাড়িতে বাড়িতে চলছে পুজোর প্রস্তুতি। এদিন সকালে রাজ্যবাসীকে নিজের লেখা গানে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে সোশাল মিডিয়ায় মমতা লেখেন, ‘আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান, আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান।… সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।” মুখ্যমন্ত্রীর পোস্ট করা গানের ভিডিওতে উঠে এসেছে লক্ষ্মীপুজোর প্রস্তুতির ছবি। জানা গিয়েছে, গানটির কথা ও সুর খোদ মুখ্যমন্ত্রীর। গেয়েছেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর সময়ও মুক্তি পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক গান। এমনকি বিজয়া দশমীর দিনও মুখ্যমন্ত্রী নিজের লেখা গানে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
