আমুদরিয়া নিউজ: আজ অমিতাভ বচ্চনের ৮৩ তম জন্মদিন। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সুস্থ থাকুন। সুখসমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। ১৯৮৪ সালে প্রথমবার সংসদের সদস্য হয়েছিলাম আমরা দুজন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার এবং জয়া বচ্চনের উপস্থিতিতে আমরা আপ্লুত হয়েছিলাম। আমাদের উৎসব পরিবারের অংশ আপনারা।” তবে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, অমিতাভ বচ্চনের জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও অনেকে।
