আমুদরিয়া নিউজ: আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও শহরের বড় পুজোকমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হবে। পুজো উদ্যোক্তাদের পাশাপাশি ওইদিনের আলোচনায় অংশ নেবে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পরিবহণ বিভাগের শীর্ষ আধিকারিকরা। প্রতি বছরের মতো এ বারও এই বৈঠক থেকে দুর্গাপুজোর অনুদানের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালে অনুদানের অঙ্ক ছিল ৮৫ হাজার টাকা। সেবারই মমতা ইঙ্গিত দিয়েছিলেন, এরপর তা এক লক্ষ টাকা হতে পারে। ফলে রাজ্য জুড়ে হাজার হাজার পুজো কমিটির কর্মকর্তাদের দৃষ্টি এখন ৩১ জুলাইয়ের বৈঠকের দিকেই।
