আমুদরিয়া ডেস্ক: বুধবার দুপুরে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন। সৈকতনগরীতে জগন্নাথধামের উদ্বোধন নিয়ে ভক্ত, পর্যটক থেকে সাধারণ মানুষ উন্মাদনায় মেতে উঠেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবারই দিঘায় পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক কর্তারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, আধ্যাত্মিকতার টানে দিঘার পর্যটনে আরও বিকাশ ঘটবে। শুধু বেড়াতে নয়, এবার থেকে পুণ্যার্থীরাও ভিড় করবেন দিঘায়। তীর্থযাত্রা ঘিরে নতুন মাত্রা পাবে পর্যটন ব্যবসা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মন্দির দিঘার মুকুটে নতুন পালক যোগ করবে, দিঘা আরও উচ্চ শিখরে যাবে। পর্যটকরা যেমন ভ্রমণের জন্য আসবেন তেমন তারা তীর্থস্থানও দেখে যাবেন। আগামী দিনে দিঘা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।” বুধবার মন্দির উদ্বোধন হলেও আজ থেকেই মন্দিরে শুরু হয়েছে নানান আচার অনুষ্ঠান। ইতিমধ্যেই শুরু হয়েছে শান্তিযজ্ঞ। মঙ্গলবার বিভিন্ন পুণ্য ক্ষেত্রের জল দিয়ে মহাযজ্ঞ শুরু হবে। তাতে পুরীর মন্দিরের প্রতিনিধিদের পাশাপাশি ইসকনের সদস্যরাও অংশ নেবেন। তারপর বুধবার অক্ষয় তৃতীয় পুণ্যলগ্নে মন্দিরের উদ্বোধন হবে।