আমুদরিয়া নিউজ: কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাংলার জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হল ১০ লক্ষ টাকার চেক। এখন থেকে তিনি কৃষ্ণনগর পুলিশ জেলায় হোমগার্ড পদে কাজ করবেন।
নিয়োগপত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যারা দেশের জন্য কাজ করে, ওরা আমাদের গর্ব। ঝণ্টু আলি শেখের বাড়ি তেহট্টের কৃষ্ণনগরে। ওর স্ত্রী এবং ছেলে হায়দরাবাদে থাকতো। ওরা রাজ্যে ফিরে এসেছে। এখন থেকে আমাদের সরকার সব সময় পরিবারের একজন হিসেবে ওদের পাশে থাকব।” গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর, জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে গিয়ে মৃত্যু হয় নদিয়ার তেহট্টের বাসিন্দা বিএসএফ জওয়ান ঝন্টু আলি শেখের (৩৬)। ২০০৮ সালে ভারতীয় সেনায় নিযুক্ত হন ঝন্টু আলি। তাঁর বড় দাদাও ভারতীয় সেনায় কর্মরত।