আমুদরিয়া নিউজ: শুক্রবার কলকাতায় মেট্রো উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে বাংলার দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে শনিবার বর্ধমানের সরকারি সভা থেকে পাল্টা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি। তাঁরও উচিত, আমাদের চেয়ারগুলোকে সম্মান করার। কেন বলবেন, বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি, কেন বলবেন? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর। ডবল ইঞ্জিন সবথেকে বড় চোর। আগে চোরেদের দিকে তাকান। আপনি চোর সর্দারদের নিয়ে মিটিং করেন।” মমতা আরও বলেন, ” ১৮৬ টা টিম পাঠিয়েছিল। কিছু জায়গায় সমস্যা হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনও ছাত্রকে জিরো নম্বর দেন, সে কি মেনে নিতে পারবে? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও আপনারা নম্বর কাটছেন আর বাংলাকে চোর বলছেন।” মমতার আরও সংযোজন, ‘একটা কান না কাটা থাকলে কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার ভয় নেই।’
