আমুদরিয়া নিউজ: ১০ বছর শিক্ষক হিসেবে কাজ করার পরও যাঁদের ‘অযোগ্য’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করবে রাজ্য। বৃহস্পতিবার, কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে ‘শিক্ষারত্ন’ সম্মান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে এতদিন স্কুলে পড়ানোর পরও কয়েকজন আদালতের নির্দেশে ‘অযোগ্য’ বলে প্রতিপন্ন হয়েছে। কিন্তু তাঁদেরও চিন্তা নেই। আমরা তাঁদের জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছি। শিক্ষক হিসেবে না হোক, গ্রুপ সি পদে যদি চাকরি করতে পারে, সেই ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে। কেউ ভাববেন না, আমাদের সরকার মানবিক।’
